বিশ্বকাপের (Cricket World Cup) মহড়ায় এবার ৫০ ওভারের ক্রিকেটেও পরখ করা হল অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandiya)। ক্যারিবিয়ান মাটিতে দ্বিতীয় একদিনের ম্যাচে নেতা হার্দিক। এদিনের ম্যাচে বিশ্রাম দেওয়া হল রোহিত শর্মা (Rohit Sharma) এবং বিরাট কোহলিকে (Virat Kohli)। দ্বিতীয় একদিনের ম্যাচে একাধিক পরিবর্তন ভারতীয় দলে। এদিনের ম্যাচে দলে এসেছে সঞ্জু স্যামসন (Sanju Samson) এবং অক্ষর প্যাটেল।
টসে হেরে এই ম্যাচে ব্যাট করছে ভারত। টস হারের পর ভারত অধিনায়ক হার্দিক পান্ডিয়া জানিয়েছেন, এক টানা ক্রিকেটে খেলছেন বিরাট এবং রোহিত। তাই তাঁদের এই ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছে। তৃতীয় একদিনের ম্যাচে ফের তাঁদের দেখা যাবে।
আরও পড়ুন : আগামী বছর কবে থেকে আইপিএল ? কী বলছে বোর্ডের সূত্র ?
প্রথম একদিনের ম্যাচে পাঁচ উইকেট ওয়েস্ট ইন্ডিজকে (West Indies) হারিয়েছে ভারত। টেস্ট সিরিজ জয়ের পর একদিনের সিরিজে এক শূন্যে এগিয়ে আছে টিম ইন্ডিয়া। এরপর পাঁচটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে দুই দেশ। যার দুটি ম্যাচ হবে আমেরিকার ফ্লোরিডায়।