টি-টোয়েন্টি বিশ্বকাপে কেমন হবে ভারতের প্রথম একাদশ ? গত কয়েকদিন ধরে অনেক যোগ-বিয়োগ করা হয়েছে। কিন্তু পাকিস্তান ম্য়াচের আগে মেলবোর্নে ভারত অধিনায়ক দাবি করলেন, একই দল যে প্রতি ম্য়াচে খেলবে এমনটা নাও হতে পারে। তাই অস্ট্রেলিয়ার মাটিতে ভারত যে পরীক্ষায় আগ্রহী, সেই ইঙ্গিত অভিযান শুরুর আগেই দিয়ে রাখলেন রোহিত।
কিন্তু কেন এই পরীক্ষায় আগ্রহী ? কারণ, পরিসংখ্য়ান বলছে গত এক বছরে ভারতীয় টি-টোয়েন্টি দল ২৯ জন ক্রিকেটারকে পরখ করে দেখা হয়েছে। তাঁদের মধ্যে কেউ খেলেছেন হঠাৎ করে, আবার কাউকে নেওয়া হয়েছিল পরিকল্পনা করে। পাকিস্তান ম্য়াচের আগে রোহিত স্বীকার করছেন, একটা সময় ছিল ভারত টি-টোয়েন্টি খেলতে জানত না। কিন্তু এখন পরিস্থিতি পুরো ৩৬০ ডিগ্রি ঘুরে গিয়েছে। বিশেষ করে আইপিএল যে তাঁদের ক্রিকেটের ব্য়াকারণ বদলে দিয়েছে, তা কার্যত মেনে নিয়েছেন রোহিত।
এতদিন আইপিএল খেলেই টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যেত ভারত। এই প্রথম আইপিএলের প্রায় দু মাস পর টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে নামছে ভারত। মেলবোর্নে নামার আগে, অনেক তথ্য হাতে নিয়েই মাঠে নামছেন তাঁর ছেলেরা। তাই পাকিস্তান ম্য়াচ থেকেই পরীক্ষার হাওয়া বইতে পারে টিম ইন্ডিয়ার অন্দরে।