আলোর নিচে রান তাড়া করতে কেমন লাগে ? সেই পরীক্ষা করতেই শুক্রবার টস জিতেও বাংলাদেশকে ব্যাট করতে পাঠিয়েছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। এশিয়া কাপে বাংলাদেশের কাছে ১১ বছর পর হারের পরেও, নিজের অবস্থানেই অনড় রোহিত। ম্যাচ শেষে জানালেন, সিদ্ধান্তে ভুল ছিল না। কিন্তু মাঝের সময় কিছু উইকেট দ্রুত চলে যাওয়ায় ম্যাচটা বেরিয়ে গেল।
বাংলাদেশের ২৬৫ রান তাড়া করতে নেমে প্রেমাদাসা ৬ হারে হার ভারতের। জলে গিয়েছে শুভমনের ১২২ রানের ইনিংস। তবে তাঁর পার্টনারকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন রোহিত। অধিনায়ক জানিয়েছেন, বিশ্বকাপের আগে এই শতরান শুভমানের আত্মবিশ্বাসকে অনেকটা বাড়িয়ে রাখবে।
রবিবার এশিয়া কাপের ফাইনাল। বিশ্বকাপের আগে একটা বড় ফাইনাল। রোহিতের দাবি, চাপ ভারতের উপর নয়, বরং ঘরের মাঠে চাপ থাকবে শ্রীলঙ্কার উপরেই। কারণ, গতবারের চ্যাম্পিয়নদের নিজেদের কৃতিত্ব ধরে রাখতে হবে।