নির্ধারক ম্যাচে অসাধারণ ইনিংস সূর্যকুমার যাদবের। গত ম্যাচের খলনায়ক আর্শদীপ পেলেন ৩ উইকেট। রাজকোটে ৯১ রানে জিতে সিরিজ পকেটে পুরল ভারত। ঘরের মাঠে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে প্রথম সিরিজ জিতল টিম ইন্ডিয়া।
টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন হার্দিক পান্ডিয়া। সূর্যকুমার যাদবের ১১২ রানের ইনিংসে হার্দিকদের কাজ সহজ হয়ে যায়। ৫ উইকেটে ২২৮ রান তোলে টিম ইন্ডিয়া। সূর্যকুমার ছাড়াও রান ১৬ বলে ৩৫ রানের ইনিংস আসে রাহুল ত্রিপাঠীর ব্যাট থেকে।
বিরাট রান তাড়া করতে নেমে দিশাহারা ছিল শ্রীলঙ্কার ব্যাটিং। শুরু ভাল হলেও প্রথম উইকেট হারানোর পর খেলা ঘুরতে থাকে। গত ম্যাচে নো বলের জঘন্য রেকর্ডের পর ২ ওভার ৪ বলে মাত্র ২০ রান দিয়ে ৩ উইকেট নিলেন আর্শদীপ সিং। দুটি করে উইকেট পেলেন হার্দিক পান্ডিয়া, উমরান মালিক, যুজভেন্দ্র চাহাল। একটি উইকেট পান অক্ষর প্যাটেল।