পাকিস্তানের পর ওয়েস্ট ইন্ডিজ। দক্ষিণ আফ্রিকার মাটিতে মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে সহজ জয় ভারতের। ওয়েস্ট ইন্ডিজের ১১৯ রান তাড়া করতে নেমে ভারত জিতল ছয় উইকেটে। পাকিস্তানের পর এই ম্যাচেও ভারতের জয়ের অন্যতম কান্ডারি বাংলার উইকেট-কিপার ব্যাটার রিচা ঘোষ। এই ম্যাচেও রিচা অপরাজিত ৩২ বলে ৪৪ রান করে। যাবতীয় আশঙ্কা উড়িয়ে এই ম্যাচে মাঠে নামেন স্মৃতি মান্ধানা। তবে রান তাড়া করতে গিয়ে একটু বেসামাল হয় ভারতের ইনিংস। ৪৩ রানের মধ্যে ৩ উইকেট হারাতে চাপ বাড়ে। হাল ধরেন অধিনায়ক হরমনপ্রীত। ৪২ বলে ৩৩ রান করে আউট হন তিনি।
এর আগে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেটে ১১৮ রান করে ওয়েস্ট ইন্ডিজ। পাকিস্তান ম্যাচের ভুল শুধরে নিয়ে এই ম্যাচে ক্যারিবিয়ানদের শুরু থেকে চাপে রেখেছিল ভারত। কেপটাউনের বাইশ গজে এদিনও সফল ভারতের দীপ্তি শর্মা। ওয়েস্ট ইন্ডিজকে ১২০ রানের মধ্যে আটকে যাওয়ার কারণ, এই ম্যাচে দীপ্তির তিন উইকেট। ক্যারিবিয়ান স্কোর বোর্ডে একমাত্র উজ্জ্বল টেলরের ৪২ রান।
বিশ্বকাপে ভারতের পরের দুটি ম্যাচ ইংল্যান্ড ও আয়ারল্যান্ড।