সিরিজ পকেটে। ধর্মশালা এখন শুধু নিয়মরক্ষার। সেই ম্যাচ খেলতে হেলিকপ্টারে করে হিমাচলের এই পাহাড়ী জনপদে হাজির হলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। বৃহস্পতিবার থেকে শুরু হবে ভারত-ইংল্যান্ডের পঞ্চম ও শেষ টেস্ট। সেই ম্যাচ খেলার আগে চমক দিলেন ভারত অধিনায়ক।
কনকনে ঠান্ডায় এই ম্যাচ হবে। বৃষ্টি নয়, পূর্বাভাস রয়েছে বরফ পড়ার। এই পরিস্থিতিতে ধর্মশালায় গিয়ে অনুশীলন শুরু করেছে ভারতীয় দল। ইঙ্গিত যা, তাতে স্টোকসদের বিরুদ্ধে এই ম্যাচে দু-একটি পরীক্ষা হতে পারে। কোপ পড়তে পারে রজত পাতিদারের উপরে।
তবে এই ম্যাচ স্পেশাল রবিচন্দ্রণ অশ্বিনের কাছে। ধর্মশালায় শততম টেস্ট খেলবেন ভারতীয় এই স্পিনার। এদিন তিনি জানান, তাঁর কেরিয়ারে ২০১২ সালের সিরিজটাই টার্নিং পয়েন্ট। নিজের খেলায় কী কী উন্নতি প্রয়োজন, সেই সিরিজেই উপলব্ধি করেছিলেন। কারণ, ভারতের মাটিতে ওটাই ছিল ইংল্যান্ডের শেষ সিরিজ জয়।