অনেক নজিরকে সামনে রেখে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে নামছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। যাঁর মধ্যে রয়েছেন ভারতেরই তিন প্রাক্তন অধিনায়ক। পরিসংখ্যান বলছে, পাঁচ ম্যাচের এই সিরিজে একটি করে টেস্ট জিততে পারলেই একটি করে নতুন রেকর্ড তৈরি করবেন রোহিত শর্মা।
হায়দরাবাদ থেকে শুরু হচ্ছে প্রথম টেস্ট। বেন স্টোকসদের বিরুদ্ধে এই টেস্ট জিতলেই রোহিত পিছনে ফেলে দেবেন অধিনায়ক হিসাবে বিষেণ সিং বেদীকে। আর এই সিরিজে যদি রোহিত চারটি টেস্ট জেতেন, তাহলে তিনি ছাপিয়ে যাবেন সুনীল গাভাসকর এবং মনসুর আলি খান পাতৌদিকে।
হিসাব বলছে, ১১টি টেস্টে নেতা রোহিত জিতেছেন ছটি ম্যাচ। মাঠে নামার আগে দলে অনেক পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। কারণ, প্রথম দুটি টেস্টে খেলছেন না বিরাট কোহলি।