ফাদার্স ডে উপলক্ষে বাবা বিরাট কোহলির জন্য স্পেশাল পোস্ট অনুষ্কা শর্মার। T20 বিশ্বকাপ খেলতে ব্যস্ত বিরাট। ছেলে-মেয়েকে সময় দিতে পারছেন না। কিন্তু বিরাটেরই পাশে দাঁড়ালেন স্ত্রী অনুষ্কা।
সোশ্যাল মিডিয়ায় হলুদ রঙের দুটি পায়ের পাতার ছাপ পোস্ট করলেন অনুষ্কা। ওই কাগজে লেখা, হ্যাপি ফাদার্স ডে। অনুষ্কা সেই পোস্টে লেখেন, "একজন মানুষ কী করে সব কিছুতে এত ভাল হতে পারে, তা ভেবে পাচ্ছি না। আমার মাথা গুলিয়ে যাচ্ছে।" পায়ের ছাপ দুটি ভামিকা ও আকায়ের।
চলতি বছরই পুত্র সন্তানের বাবা হয়েছেন বিরাট। এখনও তাঁদের কন্যাসন্তান ভামিকার ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আনেননি বিরুষ্কা জুটি। তবে বিরাটের ভক্তরা তাঁর দুই সন্তানকে দেখার জন্য আগ্রহী। দুই ভাই-বোনকে একসঙ্গে যেন দেখানো হয়। এই পোস্টের নিচে বারবার সেই অনুরোধই করেছেন অনুরাগীরা।