প্রথম পাওয়ার প্লেতে ৭৪ রান। অধিনায়ক হিসাবে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে হাফ সেঞ্চুরি সূর্য কুমার যাদবের। স্কোর বোর্ডে ২০০-র বেশি রান। শ্রীলঙ্কার পাল্লেকালে কোচ হিসাবে ভারতীয় ক্রিকেটে শুরুটা ঠিকঠাকই হল গৌতম গম্ভীরের। টস জিতে শনিবার সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ভারতকে ব্যাট করতে পাঠায় শ্রীলঙ্কা।
বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর জিম্বাবোয়েতে গিয়েছিল ভারতের তরুণ দল। কিন্তু শ্রীলঙ্কার বিরুদ্ধে সর্ব শক্তি নিয়ে মাঠে নেমেছিল টিম ইন্ডিয়া। বেশ মেজাজেই পাওয়া গেল দুই ওপেনার শুভমন গিল এবং যশস্বী জয়সওয়ালকে। গিলের ব্যাট থেকে এল ১৬ বলে ৩৪ রান। উল্টো দিকে জয়সওয়ালের অবদান ২১ বলে ৪০।
তবে, দুই ওপেনার ফিরলেও রান কিন্তু কমতে দেননি স্কাই। ঋষভকে সঙ্গে নিয়ে ইনিংসের ভিত মজবুত করলেন অধিনায়ক। আউট হলেন ২৬ বলে ৫৮ রান করে। এক রানের জন্য হাফ সেঞ্চুরি পেলেন না পন্থ।
তবে খানিকটা উদ্বেগও থাকল গম্ভীরের কাছে। উদ্বেগ এক, হঠাৎ ফর্ম হারানো পান্ডিয়া। দুই, আরও একবার ব্যর্থ রিয়ান পরাগ। আর তিন শিবম দুবের বদলে গুরু গম্ভীরকে এই ম্যাচে কোনও ভরসা দিতে পারলেন রিঙ্কু সিং। শ্রীলঙ্কার হয়ে ম্যাচে চার উইকেট পাতিরানা।