T20 বিশ্বকাপের আর মাত্র তিন মাস বাকি। এর আগে টিম নিয়ে গবেষণা চলছে। বিশ্বকাপে যাতে সেরা একাদশ বেছে নিতে কোনও সমস্যা না হয়। এরই মধ্যে বৃহস্পতিবার থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে শুরু হচ্ছে T20 সিরিজ। কোভিডের জন্য পঞ্চম টেস্টে বাদ পড়েছিলেন। এবার দলে ফিরছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা।
প্রথম T20 ম্যাচে রোহিত ছাড়াও টিমে থাকছেন বিরাট কোহলি, জসপ্রীত বুমরা, রবীন্দ্র জাদেজা, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থরা। টেস্টে ভাল ফর্মে ছিলেন পন্থ। T20 সিরিজেও তাঁর ভালো ফর্মের অপেক্ষায় ক্রিকেট প্রেমীরা। রোহিত ফিরলে টিম থেকে বাদ পড়বেন রুতুরাজ গাইকোয়াড়। ইশান কিষাণ ভাল ফর্মে আছেন। অয়ারল্যান্ডের বিরুদ্ধে একটি ম্যাচে সেঞ্চুরি ও অন্য ম্যাচে ৪৭ রান করেছেন দীপক হুডা। ইংল্য়ান্ডের বিরুদ্ধে হুডাও টিমের বড় ভরসার জায়গা। এখনও ওয়ানডে ক্রিকেটে অভিষেক পাননি রাহুল ত্রিপাঠী ও আর্শদীপ সিং। দ্বিতীয় T20 টিমে তারা দলেও নেই। তাই বৃহস্পতিবার তাদের প্রথম একাদশে দেখা যেতে পারে।
বোলিং বিভাগে আত্মবিশ্বাসী উমরান মালিক। আয়ারল্যান্ডের বিরুদ্ধে শেষ ওভারে ১৭ রান দিয়ে ম্যাচ বাঁচিয়েছেন। কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে টিমের জন্য আরও মানসিক প্রস্তুতি প্রয়োজন বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। টিমে আছেন ভুবনেশ্বর কুমার, হর্ষল প্যাটেল। ইংল্যান্ডের বিরুদ্ধে তাঁদেরকেও ব্যবহার করবেন অধিনায়ক রোহিত শর্মা।