অ্য়াডিলেডে বৃষ্টি বাঁচিয়ে দিল ভারতকে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্য়াচে ভারতের ১৮৪ রান তাড়া করতে নেমে একসময় ঝড় তুলেছিলেন লিটন দাশ। সেই ঝড় পরিণত হয় বাস্তবের বৃষ্টিতে। একসময় সাত ওভারে বাংলাদেশের রান ছিল বিনা উইকেটে ৬৬। শুরু হয় অঙ্ক কষার পালা। কারণ, ওই ওভারে ভারত রান করেছিল ১ উইকেটে ৪৬। তাই আশঙ্কা ছিল, যদি ম্য়াচ পণ্ড হয়, তাহলে বাংলাদেশের কাছে ডাকওয়ার্থ-লুইসে হার স্বীকার করতে হবে টিম ইন্ডিয়াকে। তবে সেই ডাকওয়ার্থ-লুইসেই বাংলাদেশকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের পথে আরও একধাপ এগিয়ে গেল রোহিতের ভারত।
ম্য়াচ শুরু হতে বাংলাদেশের টার্গেট দাঁড়ায় ১৬ ওভারে ১৫১ রান। যা তাড়া করতে গিয়ে নিয়মিত ব্যবধানে উইকেট হারান শাকিব আল হাসানরা। বিশেষ করে কেএল রাহুলের একটি রান আউটে ম্য়াচের মোড় ঘুরে যায়। ডেঞ্জারম্য়ান লিটন দাশ আউট হতেই তাসের ঘরের মতো ভাঙতে থাকে বাংলাদেশের টপ অর্ডার। ৬০ রান করেন লিটন।
তবে এই ম্য়াচ থেকেও অনেক কিছু শেখার থাকল টিম ইন্ডিয়ার বিশেষ করে পাহাড় প্রমাণ রান করেও বোলারদের ঢিলেমিতে ম্য়াচ কার্যত হাতের বাইরেই চলে যাচ্ছিল রোহিতের। রোজ আর্শদীপ বল করবেন, সেটা হতে পারে না। এই ম্য়াচেও নয়ের উপর রান দিলেন ভুবনেশ্বর কুমার। উইকেট নিলেন সেই আর্শদীপ আর হার্দিক পান্ডিয়া।