চেন্নাইয়ে দুই ইনিংস মিলিয়ে তাঁর রান মাত্র ২৩। অনুশীলনেও ছন্দে নেই। শুক্রবার কানপুর থেকে শুরু বাংলাদেশ টেস্ট। দ্বিতীয় টেস্টে কি রান পাবেন বিরাট! সেটাই চিন্তা ক্রিকেটপ্রেমীদের। তবে অনুশীলনে নেটেও কোহলির ব্যাটিং নিয়ে উদ্বেগ।
বৃহস্পতিবার গ্রিনপার্কের উইকেটে অনুশীলনে নামে টিম ইন্ডিয়া। প্রথম পেসারের বিরুদ্ধে ব্যাট করতে নামেন বিরাট। বুমরার বলে চারবার আউট হন তিনি। দুবার তাঁর ব্যাটে লেগে বল স্লিপে যায়। একবার শর্ট লেগে ক্যাচ দেন তিনি। স্পিনারদের বলে আরও সমস্যায় পড়েন বিরাট। অক্ষর প্যাটেলের একটি বল ব্যাট-প্যাডের ফাঁক গিয়ে উইকেটে লাগে। দেখেই বোঝা যায়, স্বাভাবিক শট খেলতে সমস্যা হচ্ছে কোহলির।
চেন্নাই টেস্টে দাপুটে পারফরম্যান্স করে টিম ইন্ডিয়া। প্রথম ইনিংসে সেঞ্চুরি পান রবিচন্দ্রন অশ্বিন। ৮৬ রান করেন রবীন্দ্র জাদেজা। দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি পান শুভমান গিল ও ঋষভ পন্থ। একাই ৬ উইকেট তুলে নেন রবিচন্দ্রন অশ্বিন। বাংলাদেশকে ২৮০ রানে হারায় ভারত।
কানপুরে দ্বিতীয় টেস্টেও এমনই ধারাবাহিকতা দেখাতে চাইছে ভারত। দলও একই রেখেছে টিম। গ্রিন পার্কের পিচের উইকেট সাধারণ স্লো হয়। তাই স্পিনাররাই সুবিধা পাবেন এই উইকেটে। কালো মাটির উইকেটই থাকবে। এই মাঠে খেলা যত এগোবে, ততই বল ঘুরবে। সুবিধা পাবেন স্পিনাররা। প্রথম টেস্টে তিন পেসারের পরিবর্তে দুই পেসার ও তিন স্পিনার নিয়ে নামতে পারে ভারত। সেক্ষেত্রে আকাশদীপ সিংয়ের পরিবর্তে অশ্বিন-জাদেজা সঙ্গী হতে পারেন কুলদীপ যাদব। অলরাউন্ডার অক্ষর প্যাটেলও এই টেস্টের প্রথম একাদশে থাকতে পারেন।
বিরাট ও রোহিত ফর্মে নেই। তবে ওপেনার যশস্বী জয়সওয়ালও এই দ্বিতীয় টেস্টে রান করতে চাইবেন। তবে চেন্নাইয়ে শুভমান গিল ও ঋষভ পন্থ রান পাওয়ায় কিছুটা চিন্তা কেটেছে ভারতের। বাংলাদেশের স্পিনারদের সামলাতে কে এল রাহুলের ব্যাটের দিকেও তাকিয়ে থাকবেন কোচ গৌতম গম্ভীর।