আর মাত্র একদিন বাকি। অস্ট্রেলিয়ায় রবিবার থেকে শুরু হচ্ছে T20 বিশ্বকাপ। প্রথম ম্যাচের প্রতিপক্ষ পাকিস্তান। টুর্নামেন্ট শুরুর আগে ডেরা বদলাল রোহিত ব্রিগেড। রবিবার বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত। তবে রোহিত জানালেন, পাকিস্তানের বিরুদ্ধে প্রথম একাদশও রেডি তাঁদের। কিন্তু কে কে থাকছেন টিমে!
আগামী ২৩ অক্টোবর বিশ্বকাপে চির প্রতিপক্ষ পাকিস্তানের বিরুদ্ধে নামছে ভারত। এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে দুবার হারতে হয়েছে। তাই এবার T20 বিশ্বকাপে বাবর আজমদের খুব সহজভাবে নিচ্ছেন না রোহিতরা। এদিন রোহিত জানান, "ভারত-পাকিস্তান ম্যাচের গুরুত্ব কতটা, বেশ ভালই জানি। ক্রিকেট মহলে জল্পনা থাকলেও এই নিয়ে ঝুঁকি নিতে চায় না টিম ম্যানেজমেন্ট। এশিয়া কাপের সময়ও অন্য বিষয় নিয়ে ব্যস্ত রেখেছিলাম নিজেদের।"
আরও পড়ুন: কুৎসার জবাব দিতে CAB সভাপতি নির্বাচনে সৌরভ, ফের বঙ্গক্রিকেটের মসনদে মহারাজ!
আধুনিক ক্রিকেটে মানসিকতা পাল্টাচ্ছে। তার সঙ্গে টিমকে মানিয়ে নিতে হবে। এমনও জানান রোহিত। T20 বিশ্বকাপের আগে ভারত অধিনায়ক জানান, ভয়ডরহীন ক্রিকেটের সঙ্গে নিজেকে মানিয়ে চলতে হবে। পাকিস্তান ম্যাচের আগে সেটাই লক্ষ্য টিম ইন্ডিয়ার। রোহিত জানান, আগে ১৪০ রান করলেও T20 ক্রিকেটে ম্যাচ জেতা যেত। এখন সেই রান ১৪ ওভারেই উঠে যাচ্ছে। তার জন্য তৈরি থাকতে হবে টিমকে। পাকিস্তান ম্যাচে প্রথম একাদশ নিয়ে খোলাসা করেননি রোহিত।