শুভমন গিলের ১২৮ রান। বিরাট কোহলির মুগ্ধ করা অপরাজিত ৫৯। সারাদিনে ৯৯ ওভার বল করল অস্ট্রেলিয়া। এতদিনে বর্ডার-গাভাসকর ট্রফিতে একটা সাবেকি টেস্ট ম্যাচ উপহার দিল আমেদাবাদ। যেখানে এখন অস্ট্রেলিয়ার থেকে ভারত পিছিয়ে আছে ১৯১ রানে। তৃতীয় দিনের শেষে ভারতের স্কোর ৩ উইকেটে ২৮৯ রান। সারাদিনে উল্লেখযোগ্য ঘটনা শুভমন টেস্ট কেরিয়ারে দ্বিতীয় শতরান। আর আন্তর্জাতিক ক্রিকেটে রোহিত শর্মার ১৭ হাজার ক্লাবে ঢুকে পড়া। এরমধ্যেই গিলের আউট ঘিরে খানিকটা অসন্তোষ ভারতীয় শিবিরে।
এর আগে আহমেদাবাদ টেস্টে সেঞ্চুরি শুভমান গিলের (Subhman Gill)। শনিবার সকাল থেকেই ছন্দে তারকা ক্রিকেটার। বাউন্ডারি মেরে কেরিয়ারের দ্বিতীয় টেস্ট শতক পূরণ করলেন শুভমান। কিন্তু একই ওভারে বড় ঝটকা খেল ভারত। ৪২ রানে টড মারফির ডেলিভারিতে আউট হয়ে ফিরলেন চেতেশ্বর পূজারা।
আহমেদাবাদ টেস্টে প্রথম দিন সেঞ্চুরি করেন অস্ট্রেলিয়ার ওপেনার উসমান খোয়াজা। দ্বিতীয় দিন সেঞ্চুরি পান ক্যামেরুন গ্রিন। তৃতীয় দিন সেঞ্চুরি শুভমানে। বিরাটের সেঞ্চুরির জন্য তাই প্রত্যাশা বাড়ছে।