ইতিহাসের প্রথমবার দক্ষিণ আফ্রিকার মাটিতে অপরাজিত ভারত। মহেন্দ্র সিং ধোনি পরবর্তী সময়ে প্রোটিয়া ভূমে ক্রিকেটের তিন ফরম্যাটেই সিরিজ খেলেছে টিম ইন্ডিয়া। তার মধ্যে টেস্ট এবং টি-টোয়েন্টি সিরিজ ড্র করে দেশে ফিরছেন ভারতীয় ক্রিকেটাররা। সাফল্য বিরাট কোহলির পাঁচ বছর পর লোকেশ রাহুলের নেতৃত্বে একদিনের সিরিজ জয়।
সেই ১৯৯২ সাল থেকে দক্ষিণ আফ্রিকা সফর করছে ভারত। ২০০৬ সালে ক্রিকেটের তিন ফরম্যাটে প্রথম দক্ষিণ আফ্রিকার মাটিতে সিরিজ খেলেছিল ভারত। বীরেন্দ্র শেহওয়াগের নেতৃত্বে টি-টোয়েন্টি জিতলেও টেস্ট এবং একদিনের সিরিজ হেরেছিল ভারত। ২০১১ সালে ধোনির নেতৃত্বেই প্রথম দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজ ড্র করেছিল ভারত।
বলা হয়, সেটাই ছিল ভারতের দক্ষিণ আফ্রিকার মাটিতেই এতদিনের সেরা পারফরম্যান্স। সেই রেকর্ডই এবার স্পর্শ করলেন ভারতের তিন অধিনায়ক। টি-টোয়েন্টতে নেতৃত্ব দিয়েছেন সূর্য কুমার, একদিনের সিরিজে নেতা রাহুল আর টেস্টে ভারত সিরিজে সমতায় ফিরল রোহিতের নেতৃত্বে।