বিরাট কোনও অঘটন না ঘটলে নাগপুরে হারছে না ভারত। প্রথম টেস্টের তৃতীয় দিনে ভারতের প্রথম ইনিংস শেষ হল ৪০০ রানে। অস্ট্রেলিয়ার থেকে ২২৩ রানে এগিয়ে টিম ইন্ডিয়া। ৭ উইকেটে ৩২১ রান। এখন থেকেই তৃতীয় দিন শুরু করেছিলেন জাডেজা এবং অক্ষর প্যাটেল। ৭০ রানে আউট হন জাডেজা। ১০ নম্বরে ব্যাট করতে নেমে শামির ক্যামিওতে কুপকাৎ অস্ট্রেলিয়া। ৪৭ বলে ৩৭ রানের ইনিংসেই নড়ে যায় অজি বোলারদের আক্রমণ। রোহিত শর্মার শতরানের পর ভারতীয় ইনিংসে আর এক উজ্জ্বল মুখ অক্ষর প্যাটেল। ৮৪ রানে অপরাজিত থাকেন তিনি। অভিষেক টেস্টে সাত উইকেট অস্ট্রেলিয়ার টড মার্ফির।
টেস্ট শুরুর প্রথম দিনেই ধারাভাষ্য দিতে গিয়ে দীনেশ কার্তিক দাবি করেছিলেন, এই টেস্টে ভারত একবারই ব্যাট করবে। তাঁর এই মন্তব্য শুনে অবাক হয়েছিলেন রবি শাস্ত্রী থেকে মার্ক ও। তৃতীয় দিনে কার্তিকের এই বাজি কার্যত মিলিয়ে দিলেন ব্যাটার মহম্মদ শামি। নাগপুরের পিচ নিয়ে ওঠা যাবতীয় অভিযোগ উড়িয়ে তিনটি পেল্লাই ওভার বাউন্ডারিতে বিদর্ভ ক্রিকেটে অ্যাসোসিয়েশনের মাঠে অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট জয় কার্যত দুঃস্বপ্নে পরিণত করলেন। শামির ৩৭ রানের ইনিংস সাজানো থাকল তিনটি ওভারবাউন্ডারি এবং ২টি বাউন্ডারি দিয়ে।
টেস্ট ক্রিকেটে আরও একটি শতরানের স্বপ্ন সাজিয়েও তা ফিনিশ করতে পারলেন না রবীন্দ্র জাডেজা। তবে নাগপুরে ভারতীয় ব্যাটিংয়ের পাশাপাশি উজ্জ্বল হয়ে থাকল অজি স্পিনার টড মার্ফির স্বপ্নের অভিষেক। শেন ওয়ার্ন অ্যাকাডেমির এই ছাত্রর শিকার ১২৪ রান দিয়ে ৭ উইকেট।