রোহিত-শুভমনের জোড়া শতরান। মিডল অর্ডারে পাড্ডিকল-সরফরাজের ব্যাটে রান রায়ট। ধর্মশালা টেস্টের দ্বিতীয় দিনের শেষে ইংল্যান্ডের বিরুদ্ধে কার্যত চালকের আসনে ভারত। দিনের শেষে ভারতের স্কোর আট উইকেট ৪৭৩ রান। এগিয়ে ২৫৫ রানে। এদিন টেস্ট কেরিয়ারে এক ডজন শতরান পূর্ণ করেন রোহিত। আউট হন ১০৩ রান করে। ১১০ রান করে আউট হন শুভমন। ইংল্যান্ডের হয়ে ১৭০ রান দিয়ে চার উইকেট শোয়েব বসিরের।
১৫০ রানের পুঁজি দিয়ে দ্বিতীয় দিন শুরু করে ভারত। লাঞ্চের আগেই ব্যাক টু ব্যাক শতরান পূর্ণ করেন অধিনায়ক রোহিত শর্মা এবং শুভমন গিল। তবে লাঞ্চ পর মাঠে ফিরে চমক দেন ইংল্যান্ড অধিনায়ক। প্রায় ১৮২ দিন পর আন্তর্জাতিক ক্রিকেটে দেখা গেল বোলার বেন স্টোকসকে। প্রথম বলেই ছিটকে দেন রোহিতের স্টাম্প। বলে গতিবেগ ছিল ঘণ্টায় ১৫০ কিলোমিটার। তার খানিকক্ষণের মধ্যেই আউট হন শুভমন।
এরপর সরফরাজ খানকে নিয়ে ভারতীয় ইনিংস এগিয়ে নিয়ে যান ধর্মশালা টেস্টে অভিষেক হওয়া দেবদত পাড্ডিকল। জীবনের প্রথম টেস্টে তাঁর অবদান ৬৫ রান। রোখা গেল না সরফরাজ খানকেও। এই ম্যাচেও ৫৬ রান করে আউট হয়েছেন তিনি। দিনের শেষে অপরাজিত কুলদীপ যাদব এবং জসপ্রীত বুমরা।