তৃতীয় দিনের শেষে বিপদে টিম ইন্ডিয়া। মিরপুরের পিচে জয়ের জন্য প্রয়োজন ছিল ১৪৫ রান। শেষ বেলায় ব্যাট করতে নেমে ৪৫ রানে ৪ উইকেট হারিয়ে ফেলল ভারত। ড্রেসিংরুমে ফিরলেন কে এল রাহুল, শুভমন গিল, চেতেশ্বর পুজারা ও বিরাট কোহলি। এখনও ৬ উইকেটে ১০০ রান তুলতে হবে ভারতকে।
তৃতীয় দিনের শেষে ৩ উইকেট তুলে নিয়েছেন মেহেদি হাসান মিরাজ। ৮ ওভারে ১২ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি। ১ উইকেট নিয়েছে শাকিব আল হাসান। ২৬ রান করে ক্রিজে আছেন অক্ষর প্যাটেল ও জয়দেব উনাদকড়।
চট্টগ্রামে প্রথম টেস্ট জিতে সিরিজে এগিয়ে আছে ভারত। প্রথম ইনিংসে ২২৭ রান করে বাংলাদেশ। তার জবাবে ৩১৪ রান তোলে টিম ইন্ডিয়া। শ্রেয়স আইয়ার করেন ৮৭ ও ঋষভ পন্থ করেন ৯৩। জবাবে ব্যাট করতে নেমে ভেঙে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ। ২৩১ রান করে অলআউট হয়ে যান তাঁরা। ৭৩ রান করেন লিটন দাস। তিন উইকেট নেন অক্সর প্যাটেল।