রুদ্ধশ্বাস ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫ রানে হার। T20 বিশ্বকাপে সেমিফাইনাল থেকেই বিদায় ভারতের। হরমনপ্রীত কৌর, জেমাইমা রড্রিগেজ়, দীপ্তি শর্মাদের লড়াই কাজে লাগল না। ১৭৩ রান তাড়া করতে নেমে ১৬৭ রানে শেষ ভারতের ইনিংস। অবিশ্বাস্য স্পেল অজি বোলার ডার্সি ব্রাউনের। ৪ ওভারে ১৮ রান দিয়ে তুলে নিলেন ২টি উইকেট।
এদিন টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। ৩৭ বলে ৫৪ রান করেন অজি ওপেনার বেথ মুনি। ৩৪ বলে ৪৯ রান করে অপরাজিত ছিলেন অধিনায়ক মেগ লানিং। ১৮ বলে ৩১ রান করেন অ্যাশলে গার্ডনার। ১৭২ রান করে অস্ট্রেলিয়া।
আরও পড়ুন: ডার্বি জিতলেই ঘরের মাঠে প্লে-অফ, সুযোগ ছাড়তে চাইছে না এটিকে
জবাবে ব্যাট করতে নেমে প্রথমেই উইকেট হারিয়ে ফেলে ভারত। শেফালি ভার্মা ফেরেন ৯ রান করেন। ২ রানে ফেরেন স্মৃতি। জেমাইমা রড্রিগেজকে নিয়ে লড়াই করেন হরমনপ্রীত কৌর। কিন্তু এই জুটি ভাঙতেই শেষ হয়ে যায় ভারতের খেলা। ১৪ রান করে ফেরেন বাংলার রিচা ঘোষ। ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৭ রানে শেষ হয়ে যায় ভারতের ইনিংস।