মেয়েদের বিশ্বকাপে (WWC 2022) ইংল্যান্ডের বিরুদ্ধে ৪ উইকেটে হার টিম ইন্ডিয়ার। ইংল্যান্ড অধিনায়ক হেথার নাইটের (Heather Knight) ব্যাট থেকে এল অসাধারণ হাফ সেঞ্চুরি। এদিন ১৩৪ রানে অলআউট হয়ে যায় ভারত (Team India)। সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ৩১ ওভারেই ম্যাচ জিতে নেয় ইংল্যান্ড।
এদিন বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথমে ব্যাট করতে নেমে ৩৬.২ ওভারে অলআউট হয়ে যায় ভারত। ইংরেজ বোলিং আক্রমণের সামনে দাঁড়াতে পারেননি স্মৃতি মান্ধানা (Smriti Mandhana), রিচা ঘোষ (Richa Ghosh) বা হরমনপ্রীত কাওররা। মাত্র ১৭ ওভারে পাঁচ উইকেট পড়ে যায় ভারতের। ইংরেজ স্পিনার শার্লট ডিন ৪ উইকেট তুলে নেন। স্মৃতির ব্যাট থেকে এসেছে ৩৫ রানের ইনিংস। সব মিলিয়ে ১৩৪ রানে শেষ হয়ে যায় ভারতের ইনিংস।
আরও পড়ুন: শচীনের শততম শতকের দশক পূর্তি আজ, শুভেচ্ছা বোর্ডের
জবাবে ব্যাট করতে নেমে দুই ইংরেজ ওপেনার ট্য়ামি বেমাউন্ট ও ড্যানিলে ওয়াট তাড়াতাড়ি আউট হয়ে ফেরেন। ক্রিজে টিকতে পারেননি অ্য়ামি জোনসও। কিন্তু ইংরেজ অধিনায়ক হেথার নাইটের ইনিংসে ম্যাচ বের করে নয় ইংল্যান্ড। বারতের হয়ে ৩ উইকেট তুলে নেন মেঘনা সিং।