ওভালে ভারতের হার ২০৯ রানে। বিশ্ব টেস্টের ফাইনাল জিততে পারলেন না অধিনায়ক রোহিত শর্মা। ওভালে পঞ্চম দিনে এক ঘণ্টার মধ্যেই কাগুজে বাঘদের গিলে খেয়ে নিল অস্ট্রেলিয়ার পেস ব্যাটারি। কামিন্স, বোল্যান্ড, স্ট্রার্কদের পাশে এই পিচেও বল হাতে উজ্জ্বল হয়ে থাকলেন ন্যাথন লায়ন। তিন উইকেট ১৬৪ রান। এই পুঁজি নিয়ে শুরু করেছিলেন বিরাট এবং রাহানে। একওভারে বিরাট এবং জাডেজা আউট হতে ধস নামল। ৪৯ রানে বোল্যান্ডের বলে আউট কোহলি। রাহানের অবদান ৪৬ রান।
একটা গোটা দিনে দরকার ছিল ২৮০ রান। একটা পুরো দিন ব্যাট করার শৈলী দেখাতে ব্যর্থ ভারতীয় ব্যাটাররা। ম্যাচ শুরুর আগে বিরাট দাবি করেছিলেন, তিনি এখন জীবনের সেরা ক্রিকেটীয় ফর্মে মধ্যে দিয়ে যাচ্ছেন। বাস্তবে তা লক্ষ করা গেল না। যে ম্যাচে তাঁর রাজা হওয়ার প্রয়োজন ছিল, সেই ম্যাচেই তিনি লক্ষ্যভ্রষ্ট হলেন।
আসলে শুরু থেকে শেষ, গোটা টেস্ট ম্যাচে একদিনও ভারতের জন্য বলার কিছু রইল না। তাই সাড়ে চারদিনের আগেই শেষ হলে একটা টেস্ট ম্যাচ। যেখানে দ্বিতীয় ইনিংসে সবমিলিয়ে ভারতের স্কোর ২৩৪ রান। হার ২০৯ রানে। ৪১ রান দিয়ে ওভালের এই পিচেও চার উইকেট নিলেন ন্যাথন লায়ন। আর রোহিত শর্মা সিদ্ধান্তের জেরে মাঠের বাইরে বসে রইলেন রবিচন্দ্রণ অশ্বিন।