ইংল্যান্ডের বিরুদ্ধে এজবাস্টন টেস্টে (England Test) ৭ উইকেটে হার টিম ইন্ডিয়ার (Team India)। স্লো ওভার রেটের (Slow Over Rating) জন্য টেস্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপেও ধাক্কা খেল জসপ্রীত বুমরার ভারত। ২ পয়েন্ট হারিয়ে তিন নম্বর থেকে চারে নেমে এল টিম। ভারতকে সরিয়ে উঠে এল পাকিস্তান। এদিকে টেস্ট ব়্যাঙ্কিংয়ে ৩ নম্বর থেকে ১৩ নম্বরে নেমে গেলেন বিরাট কোহলিও। এজবাস্টনে সেঞ্চুরি পেয়ে টেস্টে ৫ নম্বরে উঠে এলেন ঋষভ পন্থ।
এজবাস্টন টেস্টে স্লো ওভার রেটে ম্যাচ ফি-র ৪০ শতাংশ জরিমানা হয়েছে টিম ইন্ডিয়ার। ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টেস্টে নামার আগে টেস্ট চ্যাম্পিয়নশিপে ৩ নম্বরে ছিল ভারত। কিন্তু এই টেস্টে হেরে চারে নেমে গেল টিম। প্রথম ও দ্বিতীয় স্থানে আছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা।
আরও পড়ুন: ওয়েস্ট ইন্ডিজ সফরে অধিনায়ক শিখর ধাওয়ান, বিশ্রামে বিরাট, রোহিত, বুমরা, শামি
এদিকে টেস্টেও খারাপ ফর্ম অব্যহত বিরাটের। ৩ নম্বর থেকে ১৩ নম্বরে নেমে গেলেন বিরাট। এদিকে প্রথম ইনিংসে ১৪৬ রানের ইনিংস খেলে কেরিয়ারের সেরা স্থানে ঋষভ পন্থ। ৫ নম্বরে উঠে এলেন তিনি।