টস জিতেও ম্যাচ হেরে গেল ভারত। এই অবাক ঘটনার সাক্ষী থাকল ওভাল। বিশ্ব টেস্টের ফাইনালে সবাইকে অবাক করে যখন ভারত অধিনায়ক রোহিত শর্মা বল করার এবং চার পেসার নিয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন, বিশেষজ্ঞদের দাবি, তখনই ম্যাচ হাতে বাইরে চলে গিয়েছে। এর উপর চরম সিদ্ধান্ত ছিল রবিচন্দ্রণ অশ্বিনকে প্রথম একাদশের বাইরে রাখার। বিশেষজ্ঞদের দাবি, ওভাল পিচ রিড করতে পারেননি কোচ রাহুল দ্রাবিড় এবং অধিনায়ক রোহিত শর্মা।
দ্বিতীয়ত, কোচ অধিনায়কের সমন্বয় এখন প্রশ্নের মুখে। কেন, অশ্বিন বাইরে থাকলেই গত চারদিনে এর কোনও জবাব পাওয়া যায়নি। তৃতীয়ত আইপিএল খেলেই টেস্টের আঙিনায় উত্তোরণ হতে যে পারদর্শীতা লাগে, তা ভারতের ভাঁড়ারে নেই। তাই একটা রাহানে, একটা বিরাট কোহলি রোজ ভরসা হতে পারে না। সবমিলিয়ে যা হল, আরও একটা আইসিসির টুর্নামেন্ট হাতছাড়া হল ভারতের।
কেভিন পিটারসেন থেকে নাসের হুসেন সবাই বলেছিলেন ওভালের পিচে কোনও জুজু নেই। কিন্তু ভারতীয়রা ধৈর্য্যই দেখাতে পারলেন না। বিশেষ করে অধিনায়ক নিজেই রান করতে পারলেন না। নিজের ৫০তম টেস্ট ম্যাচ খেলতে নেমেছিলেন রোহিত শর্মা। দু ইনিংস মিলিয়ে অবদান ৫৮ রান।