বোনেদের হারের বদলা দিদিদের ম্যাচে। দক্ষিণ আফ্রিকার মাঠে বিশ্বকাপের ম্যাচে ভারতকে ১১ রানে হারিয়ে দিল ইংল্যান্ড। ইংরেজদের ১৫২ রানের টার্গেট তাড়া করতে নেমে ২০ ওভারে ভারত আটকে গেল পাঁচ উইকেটে ১৪০ রান করে। জলে গেল স্মৃতি মান্ধানার ৪১ বলে ৫২ রানের ইনিংস। জলে গেল ৩৪ বলে রিচা ঘোষের অপরাজিত ৪৭ রানের ইনিংস। একইসঙ্গে জলে গেল ১৫ রানে ৫ উইকেট নেওয়া রেণুকা সিংয়ের আগুনের স্পেল। শেফালি বর্মা, জেমাইমা রগডিগেজ এবং অধিনায়ক হরমনপ্রীত অল্প রানে ফিরতেই কঠিন হল টার্গেট।
শনিবার সেন্ট জর্জে টস জিতে প্রথম বল করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক হরমনপ্রীত। শুরু থেকেই বল হাতে ঝড় তোলেন রেণুকা। তাঁর দু দিকের সুইং থামলাতে হিমসিম খান ইংরেজ ব্যাটাররা। একসময় ২৯ রানে ৩ উইকেট হারিয়ে বেকায়দায় পড়ে যায় ইংল্যান্ড। আর এই তিন উইকেটই নেন রেণুকা। ধীরে ধীরে ম্যাচ ফেরে ইংল্যান্ড। অধিনায়ক নাইটের সঙ্গে পাটনারশিপ তৈরি করেন ব্রান্ট। ৫০ রান করে আউট হন ব্রান্ট। লোয়ার অর্ডারে অ্যামি জোন্সের ২৭ বলে ৪০ রানের ইনিংস ম্যাচের টার্নিং পয়েন্ট হয়ে গেল।
রান তাড়া করতে নেমে এই ম্যাচেও ব্যর্থ শেফালি। দ্রুত আউট হন জেমাইমাও। আর মাত্র চার রানে হরমনপ্রীত ফিরতেই চাপে পড়ে যায় ভারত। সেখান থেকেই বাংলার রিচা ঘোষকে নিয়ে লড়াই শুরু করেন স্মৃতি মান্ধানা। ৪১ বলে ৫২ রান করেন তিনি। এই হারের ফলে গ্রুপের পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে নেমে এল ভারত। চার পয়েন্ট নিয়ে এক সারিতে পাকিস্তানও। ভারতের শেষ ম্যাচ আয়ারল্যান্ডের বিরুদ্ধে।