রাঁচির বাইশ গজে ভারতীয় ক্রিকেটের মহাসংগ্রাম। এটাই দেখার অপেক্ষায় থাকবে সোমবারের বিশ্ব ক্রিকেট। কারণ, টার্গেট ১৯২ রান। তা তাড়া করতে নেমে তৃতীয় দিনের শেষে বিনা উইকেটে ৪০ রান টিম ইন্ডিয়ার। ফলে চতুর্থ দিনে বাকি ১৫২ রান করতে পারলে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জিতবে রোহিত শর্মার দল।
এর আগে অবশ্য অনেক ঘটনার সাক্ষী রবিবাসরীয় রাঁচি। তার মধ্যে অবশ্য ধ্রুব জুরেলের রাজকীয় ৯০ রানের ইনিংস। শতরান হাতছাড়া হলেও উত্তরপ্রদেশের এই ব্যাটারের সৌজন্যে ভদ্রস্থ অবস্থায় যায় ভারতের স্কোর। ভারতের থেকে ৪৩ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে ইংল্যান্ড।
কিন্তু ৫১ রানে ৫ উইকেট নিয়ে ইংরেজদের একাই শেষ করে দেন রবিচন্দ্রণ অশ্বিন। বাকি চার উইকেট কুলদীপ যাদবের। এরপর ১৯২ রানের টার্গেট মাথায় নিয়ে যশস্বীর সঙ্গে ব্যাট করতে নামেন অধিনায়ক রোহিত শর্মা। দিনের শেষে তিনি অপরাজিত ২৪ রানে। জয়সওয়ালের অবদান অপরাজিত ১৬।