যশপ্রীত বুমরা বিশ্বকাপে খেলবেন কি না একসময় তা নিয়ে তৈরি হয়েছিল ধোঁয়াশা। সেই আশঙ্কা দূর করে বিশ্বকাপে খেললেন তো বটেই, আইসিসি-র অক্টোবর মাসের সেরা ক্রিকেটারের তালিকায় ঢুকে পড়লেন ভারতীয় পেসার যশপ্রীত বুমরা (India pacer Jasprit Bumrah )।
আইসিসির মাসের সেরা তালিকা প্রকাশ পেতেই দেখা গিয়েছে, অক্টোবর মাসে মোট ১৪টি উইকেট নিয়েছেন বুমরা। যার মধ্যে অস্ট্রেলিয়া, আফগানিস্তান এবং পাকিস্তানের মতো গুরুত্বপূর্ণ ম্যাচও রয়েছে। বিশ্বকাপে বাকি বোলাররা ভাল খেললেও সকলকে ছাপিয়ে গিয়েছেন তিনি। বুমরা ছাড়াও এই তালিকায় রয়েছেন কুইন্টন ডি’কক এবং রাচিন রবীন্দ্র।
আরও পড়ুন - বিশ্বকাপের সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ কে ? সাত দিন আগে থেকেই শুরু জল্পনা