পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপ জয় ভারতের। গত ৩৯ বছরে এমন শিরোনাম কখনও হয়নি। তাহলে কী এবার কলম্বোর মাঠে তা হতে পারে ? মঙ্গলবার ভারত জিততেই তেমন সম্ভাবনা তৈরি হল। এখন অপেক্ষা পাকিস্তান যদি তাদের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে দিতে পারে, তাহলেই কেল্লা ফতে।
সম্প্রতি কলকাতায় ডুরান্ড কাপের ফাইনালে প্রায় একই ঘটনা ঘটেছিল। সূচির বৈচিত্র্যে ফাইনাল খেলেছিল মোহনবাগান-ইস্টবেঙ্গল। দু দেশের ক্রিকেট প্রেমীরাই চাইছেন বিশ্বকাপের আগে একটি ভারত-পাকিস্তান ফাইনাল দেখতে। চার পয়েন্ট নিয়ে এশিয়া কাপে পয়েন্ট টেবলে শীর্ষে ভারত। দু পয়েন্ট নিয়ে এক সারিতে শ্রীলঙ্কা ও পাকিস্তান। যদিও রান রেটে শ্রীলঙ্কা এগিয়ে।
এই পরিস্থিতিতে বৃহস্পতিবার এশিয়া কাপের কার্যত সেমিফাইনাল। পাকিস্তান খেলবে শ্রীলঙ্কার বিরুদ্ধে। এই ম্যাচের দিকে আর তাকিয়ে থাকতে হবে না টিম ইন্ডিয়াকে। বরং রোহিতদের ফোকাসে এখন বাংলাদেশ ম্যাচ।