কখন শুরু হবে এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ। কলম্বোর সঙ্গে একই প্রশ্ন কলকাতার। কারণ, রবিবার বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল এই ম্যাচ। কিন্তু সোমবার সেই বৃষ্টির জন্য এখনও এই ম্যাচ শুরু হতে পারল না। দু দলের ক্রিকেটাররা মাঠে আছেন। কিন্তু তাঁরা প্যাভিলিয়ানে বন্দি।
রবিবার রাতে ভারী বৃষ্টি হয়েছে কলম্বোতে। সোমবার সকাল থেকে তা অব্যাহত রয়েছে। শ্রীলঙ্কার হাওয়া অফিস জানিয়েছে, বর্ষার বৃষ্টি কখন থামবে, তা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। কারণ, দুপুরে পর থেকে রাত পর্যন্ত টানা বৃষ্টির পূর্বাভাস ইতিমধ্যেই দেওয়া হয়েছে। রবি ও সোমের বৃষ্টির জেরে প্রেমাদাসা কার্যত উত্তর কলকাতার রাস্তায় পরিণত হয়েছে।
আরও পড়ুন : টানা ছ ঘণ্টা বৃষ্টির পূর্বাভাস, এশিয়া কাপে ভারত-পাক ম্যাচে ভবিষ্যৎ কি ?
যদি এই ম্যাচ ৫০ ওভারের করতে হয়, তাহলে রাত সাড়ে দশটার মধ্যে ম্যাচ শুরু করতে হবে। না হলে এক পয়েন্ট করে পাবে ভারত ও পাকিস্তান। তাতে এগিয়ে থাকবে পাকিস্তান। ভারতকে মঙ্গলবার এই মাঠেই বাংলাদেশের বিরুদ্ধে খেলতে হবে। সেই ম্যাচও এখন থেকে অনিশ্চিত।