রবিবার ভারত-পাকিস্তান ম্যাচ। নাসাউ ক্রিকেট স্টেডিয়ামে এই ম্যাচ ঘিরে ইতিমধ্যে উত্তেজনার পারদ তুঙ্গে। একটি টিকিটের দাম ৮ লক্ষ টাকা পর্যন্ত দাঁড়িয়েছে। কিন্তু আবহাওয়ার চিন্তাই কপালে ভাঁজ ফেলছে সমর্থকদের। আবহাওয়া অফিসের পূর্বাভাস, নিউ ইয়র্কে রবিবারই বৃষ্টি হতে পারে।
একটি ওয়েবসাইটের মত, রবিবার সারা দিনই নিউ ইয়র্কে বৃষ্টির সম্ভাবনা আছে। সকাল ১১টা নাগাদ বৃষ্টির সম্ভাবনা ৫১ শতাংশ। বিকেলে ৪টে পর্যন্ত ৪৫-৫০ শতাংশ পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা আছে। এরপর যদিও বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমবে।
নিউ ইয়র্কের স্থানীয় সময় সকাল ১০.৩০ মিনিটে খেলা শুরু হবে। তার আধঘণ্টা পরই বৃষ্টির জোরালো সম্ভাবনা আছে। তার আধঘণ্টার মধ্যেই বৃষ্টির সম্ভাবনা আছে। তার ফলে কিছুক্ষণের জন্য খেলা বন্ধ হতে পারে। এক টানা বৃষ্টি হলে, খেলা ভেস্তে যাবে কিনা, সেটাই চিন্তা সমর্থকদের।