নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশানাল ক্রিকেট স্টেডিয়াম। এই স্টেডিয়ামেই হবে ভারত-পাক দ্বৈরথ। কিন্তু স্টেডিয়ামের অবস্থা দেখে তাজ্জব গোটা বিশ্ব। কারণ ওই স্টেডিয়ামের মাঠ রক্ষণাবেক্ষণের অভাবে ঠিক যেন চাষের জমিতে পরিণত হয়েছে। যা মুহূর্তেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
কোথায় বসবে আসর?
প্রথমবার মার্কিন যুক্তরাষ্ট্রে বসছে টি-২০ বিশ্বকাপের আসর। সেই কারণেই সেই দেশের একাধিক স্টেডিয়ামে সংস্করণের কাজ চলছে। সেই মতোই সংস্কার করা হচ্ছে নাসাউ কাউন্টি ইন্টারন্যাশানাল ক্রিকেট স্টেডিয়ামও। কিন্তু এই স্টেডিয়াম মাত্র ছয় মাসের মধ্যে আদেও সংস্কার করা সম্ভব কি না তা নিয়ে প্রশ্ন উঠেছে।
আরও পড়ুন - IPL এর আগে ধাক্কা KKR-এ, দলে নাও থাকতে পারেন বোলিং কোচ অরুণ
কতদিনে ঠিক হবে মাঠ?
যদিও মাত্র তিন মাসের মধ্যেই এই স্টেডিয়াম সংস্করণের কাজ পূর্ণ হওয়ার কথা রয়েছে। যেখানে বসে একসঙ্গে ৩৪ হাজার দর্শক গ্যালারি থেকে ম্যাচ দেখতে পারবেন। এটিকে মডিউলার স্টেডিয়াম বানানো হচ্ছে বলেই জানানো হচ্ছে আয়োজকদের তরফ থেকে।