মেয়েদের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের (U19 World Cup 2023) সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৮ উইকেটে জয় টিম ইন্ডিয়ার। শেফালি ভার্মার (Shefali Verma) নেতৃত্বে ফাইনালে টিম ইন্ডিয়া (Team India)।
এদিন প্রথমে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ১০৭ রানে অলআউট হয়ে যায় নিউজিল্যান্ড। তিন উইকেট তুলে নেন পারশাভি চোপড়া।
আরও পড়ুন: ক্রিকেটে প্রথমবার, T20 বিশ্বকাপের প্যানেলে সবাই মহিলা প্রতিনিধি, ঘোষণা আইসিসির
জবাবে ব্যাট করতে নেমে অধিনায়ক শেফালির উইকেট হারায় ভারত। কিন্তু অসাধারণ পারফরম্যান্স করেন শ্বেতা শেরাওয়াত। টুর্নামেন্টের তৃতীয় হাফসেঞ্চুরি করেন তিনি। ৪৫ বলে ৬১ রান করেন তিনি। ৩৪ বল বাকি থাকতেই জিতে ফাইনালে উঠে যায় টিম ইন্ডিয়া।