ঘরের মাঠে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ টিম ইন্ডিয়ার (Team India)। বিশ্বরেকর্ডও (World Record) গড়ল ভারত। ওয়ানডে ক্রিকেটে রানের হিসেবে সবথেকে বড় ব্যবধানে জয়ের রেকর্ড গড়ল রোহিত ব্রিগেড। তিরুঅনন্তপুরমে ৩১৭ রানে জিতলেন বিরাটরা। মাত্র ৭৩ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা (Sri Lanka)।
এদিন প্রথমে ব্যাট করে ৩৯০ রান তোলে ভারত। সেঞ্চুরি করেন ওপেনার শুভমান গিল ও বিরাট কোহলি। কেরিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি করেন শুভমান। এদিকে ৭৪তম সেঞ্চুরির পরেও থামেনি বিরাটের ব্য়াট। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে দ্রুততম ১৫০ রান তুলে নেন মাত্র ১০৬ বলে। ১৬৬ রান করে অপরাজিত ছিলেন তিনি।
আরও পড়ুন: শ্রীলঙ্কাকে ৩৯১ রানের টার্গেট, দ্রুততম ১৫০ বিরাট কোহলির, সেঞ্চুরি শুভমান গিলের
ভারতের হয়ে একাই ৪ উইকেট নেন মহম্মদ সিরাজ। মহম্মদ শামি ও কুলদীপ যাদব ২টি করে উইকেট তুলে নিয়েছেন।