ব্যবধান মাত্র কয়েক ঘণ্টার। এশিয়া কাপে একই প্রেমাদাসায় বদলে গেল ভারতীয় ব্যাটিং। বলা ভাল কুড়ি বছরের এক তরুণ সিংহলির স্পিনের কাছে নতজানু হল ভারতীয় ব্যাটিং। তাঁর নাম দুনিত ওয়ালালেগে। ৪০ রান দিয়ে পাঁচ উইকেট নিয়ে ভারতীয় ব্যাটিংকে ব্যাকফুটে ঠেলে দিলেন। রোহিত-বিরাটের মতো তারকা এই ম্যাচে তাঁর শিকার।
টস জিতে ভালই শুরু করেছিলেন রোহিত-শুভমন। মনে হচ্ছিল পাক ম্যাচে রান না পাওয়ার ক্ষোভ মেটাচ্ছেন দুই ভারতীয় ওপেনার। কিন্তু ওয়ালালেগে আসতেই কাঁপুনি শুরু হয়ে গেল। এর মধ্যে ১০ হাজার করার পাশাপাশি হাফ সেঞ্চুরি করে আউট হলেন রোহিত। তাঁর ৫৩ রান ভারতীয় কার্ডে উজ্জ্বল হয়ে থাকল।
আরও পড়ুন : ঘুরছে প্রেমাদাসা, ওয়াললেগের রহস্য স্পিনে বোকা বিরাট-রোহিতরা
প্রেমাদাসা বরাবরের ঘূর্ণি। কিন্তু মঙ্গলবার যেন একটু বেশি ঘুরে গেল। তাই পাকিস্তানের বিরুদ্ধে ৩৫৬ রান করা ভারতও ওয়ালালেগে এবং চরিতা আশারঙ্গার স্পিনে বোকা হয়ে গেল। এই ম্যাচ জিতলে, ফাইনালে ওঠা সহজ হত ভারতের কাছে। কিন্তু এখন তা দূরহ মনে হচ্ছে।