আক্ষরিক অর্থেই ব্র্যান্ড নিউ। যেখানে অধিনায়ক থেকে কোচ, সবাই নতুন। এই নতুন দল নিয়ে আজ, রবিবার পুরনো দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজে অভিযান শুরু করছে ভারত। যেখানে অধিনায়ক লোকেশ রাহুলের ঝুলিতে এক ঝাঁক তরুণ ক্রিকেটার।
জোহান্সেবার্গে প্রথম একদিনের ম্যাচে নজর থাকবে বেশ কয়েকজন ক্রিকেটারের উপরে। তার মধ্যে অবশ্যই নজর থাকবে সাই সুর্দশনের উপরে। গত মরশুমে গুজরাতের হয়ে খেলতে নেমে আইপিএলে দুরন্ত পারফরম্যান্স করেছিলেন তামিলনাড়ুর এই ক্রিকেটার। এই দলেও নজর থাকবে রাজস্থানের অধিনায়ক সঞ্জু স্যামসনের উপরে। তবে, এই সিরিজে তিনি কতটা সুযোগ পাবেন, তা নিয়ে ফের প্রশ্ন থাকছে।
রাহুলের বোলিং লাইন-আপে তিন স্পিনার চাহাল, কুলদীপ এবং ওয়াশিংটন সুন্দর। দীপক চাহারের বদলি হিসাবে গিয়েছেন বাংলার আকাশদীপ সিং। তবে পেস অ্যাটাকের নেতা কে হবেন, তা দেখতে হবে এই সিরিজে। কারণ, দায়িত্ব আবেশ খান, আর্শদীপ সিং এবং মুকেশ কুমারের উপরেই।