কথা বার্তা শেষ। এবার আসল যুদ্ধ। বৃহস্পতিবার পয়া অ্যাডিলেডে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল ভারতের প্রতিপক্ষ ইংল্যান্ড। কী হবে প্রথম একাদশ ? ম্য়াচের আগেও এটাই চিন্তা ভারত অধিনায়ক রোহিত শর্মার। কারণ, একটি পদে দুই প্রার্থী। আর তা হল উইকেটের পিছনে কে ? প্রথম ম্য়াচ থেকে এখনও পর্যন্ত এই একটি জায়গা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। গোটা বিশ্বকাপে মাত্র একটি ম্য়াচ খেলছেন ঋষভ পন্থ। বাকি চারটি ম্য়াচে খেললেও দীনেশ কার্তিক এখনও ফিনিশার হয়ে উঠতে পারেননি। তাতেও অবশ্য ঝুঁকি নিতে চাইছেন না অধিনায়ক রোহিত শর্মা। তাই মাঠে নামার আগে যা ইঙ্গিত দিলেন, তাতে ইংরেজদের বিরুদ্ধে হয়তো শেষ বেলায় গিয়ে কার্তিকেই ভরসা করবে ভারত।
সকালে ভয় ধরিয়েছিল অ্য়াডিলেডের নেট। হর্ষল প্য়াটেলের বলে কুঁচকিতে চোট পেয়েছিলেন বিরাট কোহলি। কিং কোহলি নিজেই হাত তুলে জানিয়েদেন তিনি সুস্থ। তারপর গুমোট ভাব কাটে। পরে ভারত অধিনায়ক রোহিত শর্মাও জানিয়েছেন, প্রথমে একটু ভয় তো লেগেইছিল। তারপর বিরাটের ইঙ্গিতে স্বস্তি মেলে। নিজের চোট নিয়ে সবাইকে আশ্বস্ত করেছেন রোহিত।
তবে এই সবকিছুর পরেই ইংল্যান্ড ম্য়াচে ভারতের মাথাব্যথার কারণ অবশ্য়ই রোহিত শর্মার ফর্ম। ইতিমধ্য়েই হিটম্য়াটের ব্যাটিং নিয়ে বেশ কড়া মনোভাবই দেখিয়েছেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক নাসের হুসেন। রোহিতের ব্যাটিং স্টাইলকে বেশ মান্ধাতার বলেই মন্তব্য করেছেন নাসির। নাসিরের এই মন্তব্যকে মনস্তাতিক চাপ বলেই মনে করছে ভারতীয় টিম ম্য়ানেজমেন্ট। এই আবহেই বৃহস্পতিবার সেমিফাইনাল খেলতে নামছে ভারত। পরিসংখ্যান বলছে এগিয়ে ভারতই। আর হাওয়া অফিসের পূর্বাভাস, বৃষ্টির খুব একটা সম্ভাবনা নেই।