বিশ্বকাপ পরবর্তী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এমনিতেই সিরিজ জিতে বেঙ্গালুরুতে নেমেছিল ভারত। সেই ম্যাচও জিতেছে টিম ইন্ডিয়া। কিন্তু সিরিজ শেষে পরিসংখ্যানে দেখা যাচ্ছে দেশের মাটিতে এই সিরিজে বিশ্বরেকর্ড গড়েছেন ভারতের রুতুরাজ গাইকোয়াড।
পরিসংখ্যান বলছে, এই সিরিজে রুতু ব্যাটে এসেছে ২২৩ রান। গড় ৫৬। যা কীনা, টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কোনও ভারতীয় ক্রিকেটারের সবচেয়ে বেশি রান। এমনকী, টি-টোয়েন্টিতে রুতুর ব্যাট ছাপিয়ে গিয়েছে নিউজিল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার মার্টিন গাপতিলকেও। দু বছর আগে তাঁর রান ছিল ২১৮।
ভারতীয় ব্যাটারদের মধ্যে টি-টোয়েন্টির একটি দ্বিপাক্ষিক সিরিজ়ে তৃতীয় সর্বোচ্চ রান করেছেন রুতুরাজ। তালিকায় সবার উপরে লোকেশ রাহুল। দ্বিতীয় স্থানে রয়েছেন বিরাট কোহলি।