ক্যারিবিয়ান মাটিতে আজ সিরিজ বাঁচানোর লড়াই ভারতের। পাঁচ ম্যাচে টি-টোয়েন্টি সিরিজে দুই-শূন্যে পিছিয়ে মঙ্গলবার গায়নায় মাঠে নামবে হার্দিকের ভারত। টেস্ট, একদিনের সিরিজ জয়ের পর, টি-টোয়েন্টিতে বেশ কোণঠাসা বিশ্বের এক নম্বর দল।
সিরিজের শেষ ম্যাচে বেশ কিছু পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন অধিনায়ক হার্দিক। দায়িত্ব নিতে বলেছেন দলের প্রতিটি ক্রিকেটারকে। কিন্তু কেন, টি-টোয়েন্টিতে পিছিয়ে রয়েছেন ভারতীয় ক্রিকেটাররা। অনেক প্রাক্তনের দাবি, প্রস্তুতিতে যে গাফিলতি রয়েছে, তা স্পষ্ট।
আরও পড়ুন : হার্দিকের ওয়েক-আপ কল, আরও দায়িত্ব নিতে হবে সবাইকে
সেইসঙ্গে রান পাচ্ছেন না ব্যাটাররা। ওপেনিং জমছে না। অনেক কিছু ফ্যাক্টরকে মাথায় রেখেই গায়নায় সিরিজ বাঁচানোর ম্যাচ টিম ইন্ডিয়ার কাছে। বিশ্বকাপের আগে এই সিরিজকে গুরুত্বপূর্ণ বলেছিলেন ভারতের কোচ রাহুল দ্রাবিড়। কারণ, স্কোয়াড তৈরি করতে এখান থেকেই নেওয়া হবে ক্রিকেটারদের।