দু বছর পর টেস্ট খেলতে নেমেই নজির ভারতীয় মহিলা ক্রিকেটারদের। ইংল্যান্ডের বিরুদ্ধে চারদিনের টেস্ট ম্যাচের প্রথম দিনেই ৪০০ রান করলেন হরমনপ্রীত কৌররা। ৮৮ বছর পর মহিলাদের ক্রিকেটে ফের প্রথম দিনে ৪০০ রানের নজির তৈরি হল। নজির তৈরি হল ইংল্যান্ডের বিরুদ্ধেই। দিনের শেষে ভারতের স্কোর সাত উইকেটে ৪১০ রান।
১৯৩৫ সালে প্রথম এই নজির তৈরি করেছিল ইংল্যান্ড। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম দিন তারা করেছিল ৪৩১ রান। সেই রান থেকে এদিন মুম্বইয়ে ২২ রান দূরে প্রথম দিনের খেলা শেষ করলেন ভারতীয় মহিলা ক্রিকেটাররা। অভিষেক ম্যাচে শুভা সতীশের অবদান ৬৯ রান।
প্রথম দিনে ভারতের চার ব্যাটার হাফ সেঞ্চুরি করেছেন। শুভা ছাড়াও ইংরেজদের বিরুদ্ধে হাফসেঞ্চুরি জেমাইমা, যষ্টিকা ভাটিয়া এবং দীপ্তি শর্মার। ৪৯ রানে আউট হন অধিনায়ক হরমনপ্রীত।