BGT 2024-25 : বিধ্বংসী বুমরায়, পার্থে অস্ট্রেলিয়াকে ২৯৫ রানে হারিয়ে সিরিজ শুরু ভারতের

Updated : Nov 25, 2024 16:33
|
Editorji News Desk

অবিশ্বাস্য !

১৬ বছর পর পার্থে ভারতের জয়ের পর এই বিশেষণই প্রযোজ্য। ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে চুনকাম হয়েই এবার অস্ট্রেলিয়া গিয়েছে টিম ইন্ডিয়া। ক্যানবেরার বিমানে ওঠার আগেই স্থির হয়ে যায়, প্রথম টেস্টে খেলবেন না অধিনায়ক রোহিত শর্মা। এরসঙ্গেই ছিল কিউইদের কাছে হারের কটাক্ষ। 

কিন্তু সোমবারের পার্থ তার সব উত্তর ফিরিয়ে দিল। অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের বিরাট জয়ের দিনে বিরাট প্রাপ্তির নাম লাল বলের ক্রিকেটে অধিনায়ক যশপ্রীত বুমরা। ম্যাচে আট উইকেট নিয়ে তিনি-ই সেরা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারত জিতল ২৯৫ রানে। এর আগে, ১৯৮১ সালে অস্ট্রেলিয়ায় এসে কপিল দেব জিতেছিলেন ২২২ রানে। ২০০৮ সালে পার্থে অস্ট্রেলিয়াকে হারিয়েছিলেন অনিল কুম্বলে। 

প্রথম ইনিংসে ১৫০ রানে গুটিয়ে যাওয়ার পর পার্থের মাটিতে এভাবে প্রত্যাবর্তন। বুমরার এই জয়ের দিনে অনেকেই ২৩ বছর আগের অ্যাডিলেডকে খুঁজে পাচ্ছেন। তার কারণ, অক্সিজেনের নাম অধিনায়ক যশপ্রীত বুমরা। অশ্বিন-জাডেজা বাদ। বদলে হর্ষিত রানা ও নীতীশ কুমার রেড্ডি। যা ক্লিক করল গোটা টেস্টে। 

কী প্রাপ্তি নিয়ে অ্যাডিলেড যাচ্ছে ভারত ? 

ডনের দেশে বিরাটের ৩০তম শতরান। ফর্মে থাকা যশস্বী জয়সওয়াল। এবং সর্বপরি বিধ্বংসী বুমরা। প্রথম ইনিংসে পাঁচ ও দ্বিতীয় ইনিংসে তিন উইকেট নিয়ে যিনি একাই ধসিয়ে দিয়েছেন প্যাট কামিন্সদের মনোবল। দোসর হয়ে রইলেন সিরাজ এবং হর্ষিতরা। 

ভারত এগিয়ে শুরু করল। গোলাপি টেস্টে মাঠে নামার আগে প্রথম একাদশ তৈরির ক্ষেত্রে আরও কঠিন হল গৌতম গম্ভীরের কাজ। অধিনায়ক রোহিত শর্মা ফিরবেন। হয়তো চোট সারিয়ে ফিরছেন শুভমন গিলও। ৬ ডিসেম্বর এই টেস্ট শুরুর আগে যদি মহম্মদ শামি ফিট হয়ে যান, তা-হলে কী হবে ? 

সেই উত্তর দেওয়ার আগে পার্থ জয়ের আনন্দে এখন টিম ইন্ডিয়া। সৌজন্যে অধিনায়ক যশপ্রীত বুমরা। যাঁর আগুনে বোলিংয়ে অজিদের দর্প আপাতত চূর্ণ। 

india win

Recommended For You

editorji | খেলা

Ravichandran Ashwin: দেশে ফিরেই সংবর্ধনায় ভাসলেন, অশ্বিনের কেরিয়ারের সেরা পাঁচ মুহূর্ত

editorji | খেলা

Rohit Sharma : ব্রিসবেনে চরম ভুল রোহিতের ! অশ্বিনের অবসরের পর কি বললেন ভারত অধিনায়ক ?

editorji | খেলা

India vs Australia: ব্রিসবেনে ভিলেন বৃষ্টি, গাব্বায় প্রাপ্তি বাংলার আকাশদীপ

editorji | খেলা

Ravichandran Ashwin : ব্রিসবেন থেকে ব্যাড নিউজ, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর অশ্বিনের

editorji | খেলা

Isha Guha : বুমরাকে 'বাঁদর' বলে দুঃখিত ইশা, নেট পাড়ায় তীব্র প্রতিক্রিয়া