বিরাট কোহলি এবং লোকেশ রাহুলের জোড়া শতরানে এশিয়া কাপে পাকিস্তানের সামনে ৩৫৭ রানের টার্গেট রাখল ভারত। সোমবার প্রেমাদাসায় ১২২ রানে অপরাজিত বিরাট কোহলি। উল্টো দিকে ১১১ রানে অপরাজিত লোকেশ রাহুল। ৫০ ওভারের ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের স্কোর ২ উইকেটে ৩৫৬ রান। এদিন রাহুল এবং বিরাটের মধ্য়ে ২৩৩ রানের পার্টনারশিপ হয়। তাঁদের ব্যাটেই ভেঙে গেল ২৭ বছর আগের রেকর্ড।
সোমবার রিজার্ভ ডে-তেও বৃষ্টির জেরে ম্যাচ বন্ধ ছিল। বিকেল পৌনে পাঁচটা নাগাদ ম্যাচ শুরু হয়। তারপর থেকেই দুই ভারতীয় ব্যাটারের ব্যাটে রানের বৃষ্টি। প্রেমাদাসার পাটা পিচে পাক বোলারদের উপর শাসন করলেন রাহুল এবং বিরাট।
চোট সারিয়ে দলে ফিরে স্বপ্নের প্রত্যাবর্তন রাহুলের। উল্টোদিকে একই দিনে ৪৬তম শতরানের সঙ্গে একদিনের ক্রিকেটে ১৩ হাজার রান পূর্ণ করলেন বিরাট কোহলি। একইসঙ্গে প্রেমাদাসায় এই নিয়ে চতুর্থ শতরান করলেন কিং কোহলি।