সেমিফাইনালের হাইভোল্টেজ লড়াই। ইংল্যান্ডের বিরুদ্ধে শুরুতে চাপে পড়লেও ঘুরে দাঁড়াল ভারত। সৌজন্যে বিরাট ও হার্দিকের বড় ইনিংস। মাত্র ২৯ বলে বিস্ফোরক হাফসেঞ্চুরি হার্দিক পান্ডিয়ার। ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৮ রান তোলে টিম ইন্ডিয়া।
এদিন অ্যাডিলেডে প্রথম থেকেই বৃষ্টির সম্ভাবনা ছিল। কিন্তু বৃষ্টি না হওয়ায় খেলা ঠিক সময়ই শুরু হয়েছে। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। ক্রিস ওকসের ডেলিভারিতে মাত্র ৫ রানে ফেরেন কে এল রাহুল। ২৭ রান করে ফেরেন রোহিত শর্মা। ক্রিজ আঁকড়ে পড়ে ছিলেন বিরাট। ৪০ বলে ৫০ রান করেন প্রাক্তন ভারত অধিনায়ক। সেমিফাইনালের বড় মঞ্চে ১০ বলে ১৪ রান করে ফেরেন সূর্যকুমার যাদব। কিন্তু সূর্য ফিরতেই ক্রিজে নেমেই
জ্বলে ওঠেন হার্দিক পান্ডিয়া। ৩৩ বলে ৬৪ রান আসে তাঁর ব্যাট থেকে। শেষে নেমে রান আউট হয়ে ফেরেন ঋষভ পন্থ।
আরও পড়ুন: ২৫ জনের দল ঘোষণা করল ফ্রান্স, কাতারে নীলব্রিগেডে থাকছেন কারা!
ইংল্যান্ডের হয়ে এদিন তিন উইকেট তুলে নেন ক্রিস জর্ডন। একটি করে উইকেট নিয়েছেন ক্রিস ওকস ও আদিল রশিদ।