নিউজিল্যান্ডকে ৩৫০ রানের টার্গেট দিল টিম ইন্ডিয়া (Team India)। বুধবার সিরিজের প্রথম ম্য়াচেই ডাবল সেঞ্চুরি শুভমান গিলের (Subhman Gill)। ২০৮ রান করে অপরাজিত থাকলেন তিনি। প্রথম ইনিংসে ৮ উইকেট হারিয়েে ৩৪৯ রান তুলল ভারত।
এদিন টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। শ্রীলঙ্কার বোলিং আক্রমণের থেকে নিউজিল্যান্ডের আক্রমণ অনেক পরিণত। ওপেন করতে নামেন রোহিত ও শুভমান গিল।শুভমানের ব্যাটে ভর করেই ৩০০-এর গণ্ডি পেরিয়ে যায় ভারত। সেঞ্চুরির পর আরও বিধ্বংসী ইনিংস খেলেন শুভমান। সবচেয়ে তরুণ ভারতীয় ক্রিকেটার হিসেবে ডাবল সেঞ্চুরি করেন তিনি।
আরও পড়ুন: কিউয়িদের বিরুদ্ধে ডাবল সেঞ্চুরি শুভমান গিলের, তৈরি হল একাধিক রেকর্ডও
এদিন ৩৪ রান করে ফেরেন রোহিত। বিরাট কোহলি ফেরেন ৮ রানে। ৫ রান করেন ইশান কিষাণ। ৩১ রান করে সূর্যকুমার যাদব। ২৮ রান করে ফেরেন হার্দিক পান্ডিয়া। যদিও তাঁর আউট নিয়ে বিতর্ক আছে।