টি-টোয়েন্টির পর এবার একদিনের ক্রিকেটেও ভারতের নেতা হার্দিক পান্ডিয়া। তবে একটি ম্যাচের জন্য। বিসিসিআই জানিয়েছে, পারিবারিক কারণে মুন্বইয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে খেলতে পারবেন না রোহিত শর্মা। ওই ম্যাচে ভারতকে নেতৃত্ব দেবেন হার্দিক। রবিবার দিল্লি জয়ের পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বাকি দুটি টেস্ট এবং তিনটি একদিনের ম্যাচের দল ঘোষণা করা হয়েছে। বাকি দুটি টেস্ট দল অপরিবর্তিত। একদিনের দলে উল্লেখযোগ্য নাম সৌরাষ্ট্র রণজি জয়ী অধিনায়ক জয়দেব উনাদকট।
এদিকে দিল্লি টেস্টের পরেই শুরু হয়েছে ভারতের টেস্ট দলের সহ-অধিনায়ক কেএল রাহুলকে দলে রাখা ঘিরে প্রশ্ন। দিল্লিতে ম্যাচ শেষে ভারত অধিনায়ক রোহিত শর্মা জানিয়েছেন, রাহুল খুব দ্রুতই রানে ফিরবেন। তাঁর উপর পূর্ণ আস্থা আছে ভারতীয় দলের। একইসঙ্গে রোহিতের দাবি, তৃতীয় দিনটা যে ভাবে অস্ট্রেলিয়া শুরু করেছিল, তাতে তিনি ভয় পেয়েছিল। কিন্তু জাডেজাই তাঁকে আরও একবার বাঁচিয়ে দিলেন।
দিল্লির পর ইনদৌর ও আমেদাবাদে টেস্ট খেলবে ভারত। তিনটি একদিনের ম্যাচ শুরু হবে মুম্বই থেকে। ওই ম্যাচেই ৫০ ওভারের ক্রিকেটে ভারতকে নেতৃত্ব দেবেন হার্দিক পান্ডিয়া।