জিতলেই সিরিজ । আজ এই আবহেই ইডেনে মুখোমুখি হচ্ছে ভারত ও শ্রীলঙ্কা। গুয়াহাটিতেই বিশ্বকাপের প্রস্তুতি রানে ফিরেছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। তাই কলকাতাও মুখিয়ে আছে হিটম্যানে ব্যাটে একটা শতরানের জন্য। বছর শেষ করেছিলেন শতরান দিয়ে, বছর শুরু করেছেন শতরান দিয়ে। তাঁর অন্যতম প্রিয় শহর কলকাতাকে কী উপহার দেবেন বিরাট, তার জন্য অপেক্ষায় থাকছে তিলোত্তমা।
শহরে এসে সোজা হোটেল। সেখানেই কেক কেটে জীবনের হাফ সেঞ্চুরি পূর্ণ করেছেন ভারতীয় কোচ রাহুল দ্রাবিড়। দ্বিতীয় একদিনের ম্যাচে ইঙ্গিত যা, তাতে হয়তো গুয়াহাটির দলই কলকাতায় মাঠে নামছে। ফলে এই ম্যাচেও বাইরেই থাকতে হতে পারে ইশান কিশান এবং সূর্য কুমার যাদবকে। ইডেনে শেষ পাঁচটি ম্যাচে ভারত তিনটে জিতেছে, দুটি ম্যাচ হেরেছে। কলকাতা থেকে সিরিজ জিতে, কেরল গিয়েই হয়তো দলে পরিবর্তন আনতে চায় ভারতীয় টিম ম্যানেজমেন্ট।
উল্টোদিকে কলকাতায় এসে শ্রীলঙ্কা শিবির থেকে খুব একটা ভাল খবর নেই। বেশ কয়েকজন ক্রিকেটারের চোট রয়েছে। এরমধ্যে তাদের স্ট্রাইক বোলার মধুশঙ্কাও আহত। ফলে কলকাতায় সিরিজ বাঁচতে হলে বেশ মেহনত করতে হবে অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডের দলকে। ভারতের মাটিতে শ্রীলঙ্কা সিরিজ জিতেছিল সেই ১৯৯৭ সালে।