৬৮ রানে জিতে ক্যারিবিয়ান মাটিতে টি-টোয়েন্টি সিরিজ শুরু করল ভারত। গতকাল ত্রিনিদাদে সিরিজের প্রথম ম্যাচে প্রথমে ব্য়াট করে ২০ ওভারে ৬ উইকেটে ১৯০ রান করে ভারত। জবাবে ১২২ রানে থমকে যায় বিশ্বক্রিকেটে টি-টোয়েন্টি স্পেশালিট নামে খ্য়াত ওয়েস্ট ইন্ডিজের ইংনিস।
একদিনের সিরিজে বিশ্রাম নিয়েছেন। টি-টোয়েন্টি সিরিজে ব্য়াট হাতে ঝকঝকে ৬৪ রান করেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। তাঁর ৪৪ বলে ৬৪ রানের এই ইংনিসে ভারতের ভিত মজবুত হয়। এই সিরিজের নেই কে এল রাহুল। তাঁর বদলি সঞ্জু স্য়ামসন। ওপেনার হিসাবে এই ম্যাচে দেখা যায় সূর্য কুমার যাদবকে। তাঁর অবদান ২৪ রান। ৬ উইকেটে ১৩৮ রান। এখান থেকে ভারতকে ১৯০ রানে নিয়ে যান সেই দীনেশ কার্তিক। ১৯ বলে ৪১ রান করে অপরাজিত থাকেন তিনি।
রান তাড়া করতে নেমে নিয়মিত ব্যবধানে উইকেট হারান ক্যারিবিয়ানরা। দলের হয়ে সর্বোচ্চ ২০ রান করেন ব্রুকস। ভারতের হয়ে দুটি করে উইকেট আর্শদীপ সিং, রবিচন্দ্রণ অশ্বিন এবং রবি বিষ্ণোইয়ির।