বিশ্বকাপের মধ্যেই কোটিপতি লিগের নিলাম হয়ে গিয়েছে। সবাইকে পিছনে ফেলে দামী ক্রিকেটার হিসাবে উঠে এসেছে স্মৃতি মান্ধানা। এই পরিস্থিতিতে বুধবার কেপটাউনে ফের বিশ্বকাপের ম্যাচ খেলতে নামছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। কেপটাউনে ভারতীয় সময় সন্ধে সাড়ে ছটায় হরমনপ্রীতদের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। অতি সম্প্রতি বিশ্বকাপের মঞ্চে ক্যারিবিয়ানদের হারিয়েছে ভারত। তবে সেটা ছিল ৫০ ওভারের ম্যাচ। ক্রিকেটের ছোট ফরম্যাটে ওয়েস্ট ইন্ডিজ শক্তিশালী দল। মাঠে নামার আগে সতীর্থদের মনে করিয়ে দিচ্ছেন ভারত অধিনায়ক।
পাকিস্তানকে সাত উইকেটে হারিয়ে এবার বিশ্বকাপ শুরু করেছে ভারত। আঙুলে চোটের কারণে প্রথম ম্যাচে খেলতে পারেননি স্মৃতি। তাঁর জায়গা ভরাট করেছেন জেমাইমা এবং বাংলার রিচা ঘোষ। ৩৮ বলে জেমাইমার অপরাজিত ৫৩ ম্যাচের রং বদলে দিয়েছিল। তবে পাকিস্তানের বিরুদ্ধে বোলারদের পারফরম্যান্সে খানিকটা হতাশ অধিনায়ক।
হরমনপ্রীতের আশা ক্যারিবিয়ান ম্যাচে ফর্মে ফিরবেন বোলাররাও। ভারতের গ্রুপেই রয়েছে ইংল্যান্ড এবং আয়ারল্যান্ড।