প্রথম দিন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫ উইকেট নিয়েছিলেন। দ্বিতীয় দিন ৬৬ রান করে অপরাজিত। চোট কাটিয়ে দীর্ঘদিন পর মাঠে ফিরে দুরন্ত ফর্মে রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। ৫২ রান করেছেন অক্ষর প্যাটেল (Akshar Patel)। রোহিতের (Rohit Sharma Century) সেঞ্চুরির পর এই দুজনের জুটিতে ১৪৪ রানের লিড টিম ইন্ডিয়ার।
নাগপুরের পিচ নিয়ে ধন্দে ছিল অস্ট্রেলিয়া। প্রথম দিন ব্যাট করতে নেমে ১৭৭ রানে শেষ হয়ে যায় ইনিংস। জাদেজা নেন ৫ উইকেট, অশ্বিন তুলে নেন ৩ উইকেট। এদিন কেরিয়ারের অষ্টম সেঞ্চুরি করেন অধিনায়ক রোহিত শর্মা। ১২০ রানে ফেরেন তিনি। রোহিত ছাড়া সম্পূর্ণ ব্যর্থ, ভারতের টপ অর্ডার। পাঁচ নম্বরে নেমেও মাত্র ১২ রান করে ফেরেন বিরাট কোহলি। ২০ রান কে এল রাহুলের। ৮ রান করেন সূর্যকুমার যাদব।
আরও পড়ুন: ম্যাচের তৃতীয় দিন ভাল জায়গায় বাংলা, ১৭০ রানে শেষ মধ্যপ্রদেশের ইনিংস
অস্ট্রেলিয়ার হয়ে পাঁচ উইকেট তুলে নেন অভিষেক করতে আসা বোলার ২২ বছরের টড মারফি। একটি উইকেট পান নাথান লিওন। রোহিত শর্মাকে ফেরান প্যাট কামিন্স।