কমনওয়েলথ গেমসে (CWG 2022) প্রথমবার ক্রিকেট। আর প্রথম ম্যাচেই নামছে টিম ইন্ডিয়া ও অস্ট্রেলিয়া (India vs Australia)। বুধবার কোভিড রিপোর্ট নেগেটিভ আসে টিম ইন্ডিয়ার ব্যাটার মেঘনার (S Meghana) । এরপরই বার্মিংহ্যামে টিমের সঙ্গে যোগ দেন তিনি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মেঘনাকে টিমে পাওয়া যেতে পারে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মেঘনার মতো ব্যাটসম্যান টিমে ফেরায় শক্তি বাড়ল হরমনপ্রীত কাউরদের।
এদিকে কোভিড আক্রান্ত হওয়ায় টিমের সঙ্গে যোগ দিতে পারেননি পূজা বস্ত্রকার। বেঙ্গালুরুতে শনিবার পর্যন্ত কোয়ারেন্টিনে থাকতে হবে তাঁকে। দুবার কোভিড পরীক্ষা ও ফিটনেস টেস্টে পাশ করলে তবে টিমের সঙ্গে যোগ দিতে পারবেন তিনি।
আরও পড়ুন: আইসোলেশনে থাকার নির্দেশ দেওয়া হয়েছিল পিভি সিন্ধুকে,পরে রিপোর্ট নেগেটিভ
প্রথমবার কমনওয়েলথ গেমসে T20 ফরম্যাটের ক্রিকেট ম্যাচ হবে। গ্রুপ-এ-তে ভারতের সঙ্গে আছে অস্ট্রেলিয়া, পাকিস্তান ও বার্বাডোস। গ্রুপ বি-তে আছে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা।