প্রথম ম্যাচে মোহালিতে হারতে হয়েছে। শুক্রবার নাগপুরে দ্বিতীয় T20 ম্যাচে নামছে ভারত ও অস্ট্রেলিয়া (India vs Australia)। প্রথম ম্যাচে ভারতের ব্যাটিং অর্ডার নিয়ে অনেক চিন্তা ছিল। ব্যাটিং ছন্দে ফিরলেও এবার টিমের চিন্তা ডেথ ওভারের বোলিং।
ডেথ ওভারে বোলিংয়ে পরিসংখ্যানে অনেকটাই পিছিয়ে ভারতীয় বোলাররা। এই নিরিখে ভুবনেশ্বর কুমার একটু ভদ্রস্থ জায়গায় থাকলেও অনেকটাই পিছিয়ে হর্ষল প্যাটেল। এদিকে মোহালিতে প্রথম অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৬ উইকেটে ২০৮ রান তুলেছিল ভারত। যা ক্রিকেট ইতিহাসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সর্বাধিক। শুক্রবার ফের বড় রানের লক্ষ্যে নামবে রোহিত ব্রিগেড। টিমে জসপ্রীত বুমরা না থাকা একটা বড় সমস্যার কারণ। বিশ্বকাপ টিমে ফিরলেও এই সিরিজে নেই বুমরা। যদি বুমরা আসেন, টিমে অনেকটা সমস্যা এমনিতেই সমাধান হয়ে যাবে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।
আরও পড়ুন: আগামী বছর থেকেই শুরু হচ্ছে মহিলাদের আইপিএল, জানালেন বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়
গত ম্যাচে অধিনায়ক অ্যারন ফিঞ্চের অস্ট্রেলিয়াকে (Asutralia) অনেকটাই মজবুত দেখিয়েছেন। ভুবনেশ্বর কুমারের পেস আক্রমণ সামলেছেন তিনি নিজেই। তিন নম্বরে স্টিভ স্মিথও ভাল ফর্মে আছেন। ফিনিশ করে এসেছেন ম্যাথিউ ওয়েড। অস্ট্রেলিয়ার এই টিমের বিরুদ্ধে অনেকটাই সতর্ক থাকতে হবে টিম ইন্ডিয়াকে।