রাঁচিতে প্রথমে বোলিং ব্যর্থতা। তারপর ভেঙে পড়ে ভারতের ব্যাটিং লাইন আপ। প্রথমবার ধোনির ঘরের মাঠে হারতে হয় ভারতকে। দ্বিতীয় T20 ম্যাচে লখনউতে হার্দিকের নেতৃত্বে নামছে টিম ইন্ডিয়া।
প্রথম T20 ম্যাচে শেষ ওভারে ২৭ রান খেয়েছেন আর্শদীপ সিং। রান পাননি ইশান কিষান, শুভমান গিল, হার্দিক পান্ডিয়া। লখনউতে টিমে কি কোনও পরিবর্তন আসবে। পৃথ্বী শ ও মুকেশ কুমার কি দলে সুযোগ পাবেন। তা যদিও জানা যায়নি।
ওয়ান ডে সিরিজে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করেছে ভারত। প্রথম T20 ম্যাচে হারের পর আগামী দুটি ম্যাচে হার্দিকের নেতৃত্বে কি ঘুরে দাঁড়াতে পারবে টিম ইন্ডিয়া। সেদিকেই নজর থাকবে।